সোহেল রানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল আযহার যাতায়াতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় ১ পথচারী নিহত হয়েছে।
গতকাল ২৪শে জুলাই সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্রগ্রামগামী একটি ট্রাকের ধাক্কায় আব্দুল সাত্তার (৪৫) নামে এক ব্যাক্তি গুরুতরভাবে আহত হন। পরে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় বেপরোয়া গতিতে চলার সময় এ দুর্ঘটনা ঘটে!
মৃত ব্যাক্তি হলেন কুমিল্লার চান্দিনা শুহিলপুর গ্রামের আব্দুর রহিম এর ছেলে আব্দুল সাত্তার।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই মিঠুন দাস বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। সে খান থেকে তার মৃত দেহ স্বজনদের হাতে তোলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।