কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯৯ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক যুবক পার্শবর্তি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সাদুর মোড় গ্রামের আব্দুল মছিরের ছেলে আমিনুল ইসলাম (৩৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ আগষ্ট) দিবগত রাত ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার টেকনিক্যাল কলেজ মোড় এলাকায়।
স্থানীয়রা জানায়, টেকনিক্যাল কলেজ মোড়স্থ ব্রয়লার মুরগি ও ছাগল প্রজনন ব্যবসায়ী ইনসাব আলীর সাথে সাদুমোড়ের মৃত্যু জয়নাল ব্যাপারীর ছেলে ব্রয়লার মুরগি ও ছাগল প্রজনন ব্যবসায়ী সাইফুর রহমানের ব্যাবসায়ীক দ্বন্দ চলে আসছিলো। বিভিন্ন সময় সাইফুর রহমান ইনসাব আলীকে ডেকে নিয়ে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে সাইফুর রহমান আমিনুলকে দিয়ে ইনসাব আলীর বাড়িতে ইয়াবার পোটলা রাখতে পাঠায়। আমিনুল ইয়াবার পোটলা ইনসাব আলীর থাকার ঘরের ভাঙ্গা বেড়া দিয়ে ঢোকানোর সময় দেখে ফেলে তার ছেলে রেজাউল করিম। এসময় রেজাউলসহ পাশের বাড়ির লোকজন আমিনুলকে আটক করে। পরে কচাকাটা থানায় খবর দিলে রাতেই পুলিশ আমিনুলকে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। এসময় আমিনুলের সাথে থাকা পুটলিতে ৯৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক আমিনুল ইসলাম জানান, সাইফুর রহমান রাতে তার হাতে ইয়াবার পুটলিটি দেয় এবং মটরসাইকেলে এনে ইনসাব আলীর বাড়ির অদূরে তালতলা নামক এলাকায় তাকে নামিয়ে দিয়ে যায়। এই পুটলি ইনসাব আলীর ঘরে ঢুকিয়ে দিতে বলে সাইফুর । এ কাজে পঁাচ হাজার টাকা চুক্তি হয় তার সাথে। ইয়াবার পুটলি ঘরের ভাঙ্গা বেড়ার ফঁাকদিয়ে ঢুকিয়ে দেয়ার সময় তাকে আটক করে লোকজন।
ইনসাব আলী জানান, ব্রয়লার এবং ছাগল প্রজণনের ব্যবসা শুরু করার পর থেকে সাইফুর রহমান ব্যবসা বন্ধে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিলো। গত কয়েকদিন থেকে গোপনে জানতে পারি সে ইয়াবা দিয়ে আমাকে ফাসনোর চেষ্টা করছে। বিষয়টি আমি গ্রামবাসীকে জানাই এবং সজাগ থাকি। এদিন রাতে সাইফুরের সহযোগী আমিনুল আমার ঘরে ইয়াবা ঢুকিয়ে দেয়ার সময় হাতে নাতে ধরে পুলিশে খবর দেই।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।