আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন গুলোতে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার হাত হতে ঘরে ও কর্মস্থলে ফেরা উত্তর জনপদের মানুষগুলোকে রক্ষায় মহাসড়কের পাশে পরিবহন চালক হেলপার ও যাত্রী সাধারণের সেবা প্রদানে পলাশবাড়ী থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ মাসুদ রানার সঞ্চালনায় ব্যতিক্রমী এক রিফ্রেশমেন্ট ক্যাম্প উদ্বোধন করেন। গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। এসময় মহাসড়কের পাশে পরিবহন চালকদের হেলপার ও যাত্রী সাধারণের মাঝে পরিবহন জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ ও বক্তব্য রাখেন ৷

আজ ১৯ এপ্রিল সকালে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা সহ গাইবান্ধা জেলার বিভিন্ন পয়েন্টেএ রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন, লিফলেট বিতরণ, অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেটগুলোতে ব্যবসায়িদের মাঝে জনসচেতনতায় গণসংযোগ শেষে রিফ্রেশমেন্ট ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। তিনি জানান, ঈদ কে সামনে রেখে ঘরে ও কর্মস্থলে ফেরার শুভ যাত্রা নিরাপদ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক ও থানা পুলিশের সমন্বয়ে ২৪ ঘন্টা পৃথক পৃথকভাবে সড়কে পুলিশ সহায়তা প্রদান করা হবে। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা পুলিশের সহকারি পুলিশ (সি সার্কেল) সুপার উদয় কুমার সাহা, এএসপি (প্রবি) শুভ্র দেব, পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *