খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের কয়েক হাজার হাজার বেকারের কর্মসংস্থানের উৎস উত্তরা ইপিজেডের টিএইচটি কোম্পানির ম্যানেজার চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে ফেরত দিতে তালবাহানা করছে।
এবিষয়ে ভুক্তভোগী সৌরভ শাহ জানান,
গত ৩ ফেব্রুয়ারী (বুধবার) নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে সদর থানায় দুপক্ষকে ডাকা হলে বিবাদী উত্তরা ইপিজেডের টিএইচটি কোম্পানির এইচ আর ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তালবাহানা শুরু করেন এবং ভুক্তভোগী সৌরভকে হুমকি প্রদান করে।
এবিষয়ে টিএইচটি কোম্পানির এইচ আর ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় নাই।
খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বেও টিএইচটি কোম্পানির এইচ আর ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান অনিয়মের দায়ে লাঞ্চিত হয়ে উত্তরা ইপিজেডের সনিক কোম্পানি থেকে অপসারণ হন। ফের তাঁর এসব অনিয়ম নিয়ে বেকার যুবক ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।