সুজাউল ইসলাম সুজা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ব্যাপক মটর সাইকেল শো-ডাউন, জমকালো পথসভা, হাটে-ঘাটে মাঠে ময়দানে উদ্দীপ্ত সাধারণ মানুষের সাথে গণ-সংযোগ করে বুকে বুক মিলিয়ে গরীবের ভাগ নিলেন সাবেক এমপি গোলাম হাবিব দুলাল। গত শুক্ররার থেকে চলমান গণ-সংযোগের মধ্য দিয়ে আগামী একাদশ সংসদ নির্বানের প্রার্থী হিসাবে প্রাজ্ঞ এই প্রার্থী কুড়িগ্রাম ৪ আসনে এখন আলোচনার র্শীষে। শনিবার দুপুরে রৌমারী উপজেলার কুটিরচর এলাকায় গণ-সংযোগের সময় এক পথসভায় সাবেক এমপি গেলাম হাবিব দুলাল বললেন উন্নয়নে টিআর কাবিখা ও ডিও লেটারে টাকা নেইনি।
গত দুই দিনে তিনি রৌমারী উপজেলার শৌলমারী, দাঁতভাঙ্গা, চরশৌলমারী, রৌমারী সদর, বন্দবেড় , যাদুর চর ইউনিয়ন ও রাজিব পুর উপজেলার রাজীবপুর সদর, নয়ারচর বাজার, বটতলা, ধুলাউরি, সায়দাবাদ বাজার, সিবের ডাঙ্গি বাজারে গণ-সংযোগ শেষ করেছেন। তাকে পেয়ে উক্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ গুলো যেমন আতœতৃপ্তির তুলকালামে ভাসছে তেমন সুধী মহল ভোটের মালা দিয়ে তাকে গ্রহন করতে উদগ্রীব হয়ে উঠেন। পাখিউড়া গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, অনেক আশা কইরা জাকির রুহুলরে এমপি বানাইয়া ছিলাম। হেরা হেগো নিয়ে ব্যস্ত, ভোট ছাড়া তাগোরে দেহন যায়না। দুলালাইলা আমাগো দুঃখ বুঝে হগল সময় আমাগো কাছে আহে। আমারা হেরেই ভোট দিমু।
সাবেহের আলগা গ্রামের মাছ ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, গোলাম হাবিব দুলাল আমাদের নদী ভাঙ্গন রোধের জন্য কাজ করেছে তাই আমাদের আদী বসত ভিটা থেকে নড়তে হয়নি। তার পর যে দুই এমপি আসছে তারা আমাদের কোন কথাই ভাবেন না। তাই আমরা গোলাম হাবিব দুলালকেই ভোট দিব। সে যে দল থেকেই আসুক না কেন?
তার গণ-সংযোগের সময় সাথে ছিলেন সততা দল রৌমারী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রমুজ, সততা দল চরশৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি আবু জাফর, শৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি ছাইফুল ইসলাম, সমাজ সেবক ফজলুল হক প্রামাণিক, সততা দল রৌমারী শাখার উপদেষ্টা হাজী আবুল কাশেম, সহ-সভাপতি গিয়াস উদ্দিন (অবঃ আর্মি), সহ-সভাপতি লাল মিয়া (অবঃ আর্মি),দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, ফুলকার চর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবী, ব্যবসায়ী চানবর ও রবী মিয়া প্রমূখ।
প্রান্তিক জনগোষ্ঠির জরাজীর্ণ দুঃখ কষ্ট বোঝার দরদি এ নেতা বলেন, কুড়িগ্রাম ৪ আসনের রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার গ্রামীন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি। টিআর কাবিখাসহ যেকোন ধরণের ডিও লিটার জনগণ চেয়েছে আমি দিয়েছি কারো কাছে উৎকোচ গ্রহন করিনি। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে সব সময় ছিলাম, আগামীতেও থাকবো। তিন উপজেলার মানুষের ভালোবাসাও পেয়েছি। আগামী নির্বাচনে আমাকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এখানকার জনগণ। তিনি আরো বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠাবে এটা শতভাগ আশা করছি ইনশাআল্লাহ