শ্যামনগর প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় ঘন ঘন দূর্যোগের কারনে বীজ সংকট দেখা দিয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এই উদ্যোগ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর (বুধবার) লিডার্স প্রধান কার্যালয়ে ১৬ জন সবজি চাষীকে একদিনের সবজি বীজ উৎপাদন প্রশিক্ষণ দিয়েছে।
উক্ত সবজি বীজ উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম এনামূল ইসলাম, সভাপতিত্ব করেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস. এম মনোয়ার হোসেন, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, টেকনিক্যাল অফিসার রাকিবুল হাসান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, “উপকূলে ঘন ঘন দূর্যোগের কারনে কৃষিতে সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে লিডার্স এর উদ্যোগে সবজি বীজ উৎপাদনে কৃষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে লিডার্স এর প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগালে লিডার্স এর উদ্যোগ সফল হবে বলে আমি মনে করি।”