প্রতিনিধি নাগেশ্বরীঃ
নাগেশ্বরীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানাগেছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোস্তফা জামান, জাতীয়পার্টি সদস্য মহিবুল হক খোকন, দলীয় সিদ্ধান্ত না থাকায় বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা স্বতন্ত্র হিসাবে মনোনয়ন জমা দেয় । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রুকনুজ্জামান শিমু, পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, যুবদল সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর মহিলালীগ সভানেত্রী লায়লা আফিয়া চামেলী, উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম অনন্যা, জেলা বিএনপি সদস্য বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।