তালাত মাহামুদ রুহান
নিজস্ব প্রতিবেদক
গত ২৮তারিখ রাতে উলিপুর,দূর্গাপুর অর্জুনের ডারায় পিটিয়ে হত্যার ঘটনায়,
আজ আসামিদের ফাঁসি চেয়ে মানববন্ধন।
উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অর্জুনের ডারা, মুন্সিপাড়া গ্রামে সিদ্দিক হত্যার প্রতিবাদে দৃষ্টার্ন্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার উলিপুর চিলমারী সড়কের যতিনের হাটে মানববন্ধন করে।
বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নিহত সিদ্দিকে ভাই হত্যাকারী আইনুলসহ হত্যাকাণ্ডের সকল আসামিদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবী জানান,এছাড়াও নিহত সিদ্দিকের স্বজনরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে। পরে মানববন্ধন’রত এলাকাবাসী ফাঁসির প্লাকার্ড নিয়ে সড়কের বিভিন্ন রাস্তা অতিক্রম করে।
উল্লেখ্য, গত ২৮ মে রাতে গরু জমির ধান খাওয়া নিয়ে দুই পরিবারের বিবাদ চলছিল,এজন্য এলাকার লোকজন আজ মীমাংসার জন্য বৈঠক ডাকে কিন্তু আইনুলের পরিবার বৈঠক না মেনে উঠে গেলে দুই পক্ষের বিবাদ শুরু হয় এবং একপর্যায়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান নামের একজন মারা যায়