কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উলিপুর বিজয় মঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর এনা বেগম প্রমুখ।