কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৩(তিন) মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ফরিদুল ধরনীবাড়ি ইউনিয়নের তাজিবুর আলীর পুত্র।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এএসআই সোহাগ পারভেজ ধরনীবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে ফরিদুল ইসলামকে আটক করে।
পুলিশ জানায়, গত ২০১৮ সালে ফরিদুল ইসলামের স্ত্রী বাদী হয়ে যৌতুক দাবী এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ফরিদুলের বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ২৫/১৮।
শনিবার দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।