কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শীতের শুরুতেই দোকান ঘর চুরি হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ নভেম্বর) উলিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মধ্য পাড়া রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে।
জানা গেছে, ওই গ্রামের মোহম্মদ আলী (৫০) দীর্ঘদিন থেকে রেলক্রসিংয়ের পাসে একটি চায়ের দোকান করে আসছেন। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত মধ্য রাতে আর্জেন্টিনা ও পোলান্ডের মধ্যে খেলা চলাকালীন সময়েও দোকানটি খোলা ছিলো। খেলা শেষে দোকান মালিক মোহম্মদ আলী দোকান ঘরটি বন্ধ করে বাড়ী চলে যান। এরই সুযোগে চোর চক্র দোকান ঘরের সিধ কেটে হোটেল ও দোকান ঘরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে ক্যাশ টাকাসহ প্রায় ৫ হাজার টাকার মালা-মাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক মোহাম্মদ আলী জানান, প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে হোটেলটি খুলে দেখি দোকানের মালা-মাল এলোমেলো ও ক্যাশ বাক্স ভাঙ্গা। তিনি আরো জানান, আজ আমার দোকান কাল অন্য মানুষের এর থেকেও বড় চুরির মত ঘটনা ঘটতে পারে। সচেতন মহলের দাবী, প্রজন্ম প্রযুক্তির নোংরা ছোবলে ও মাদকে আক্রান্ত হওয়ার কারনে এমন চুরির ঘটনা ঘটছে।
এবিষয়ে উলিপুর থানার পুলিশ তদন্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, চুরির ঘটনাটি জেনেছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিব।