উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় সুজন মিয়া নামের এক ট্রাক্টর হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান নামক স্থানে।
প্রত্যক্ষদর্শি এলাকাবাসি সূত্রে জানা গেছে, ঐদিন বিকেলে বালু ভর্তি একটি ট্রাক্টর জেলার চিলমারী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকায় পৌঁছিলে ট্রাক্টরটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি পুকুর পড়ে গেলে ট্রাক্টরে থাকা হেলপার সুজন মিয়া (২৩) গাড়ির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বানিয়াপাড় গ্রামের রিয়াজুল ইসলামের পূত্র।