তৈয়বুর রহমান, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৮ তম” উলিপুর বইমেলা’র” শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১০ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উলিপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চ চত্বরে ফিতা কেটে সপ্তাহব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। উদ্বোধনী ঘোষণার পরপরই মেলা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় । এরপর ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ নাট্যকার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন, ফ্রেন্ডস ফেয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জুলফিকার আলী (সেনা )।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উলিপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স,ম আল মামুন সবুজ।
উদ্বোধনী দিনে উলিপুর বই মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় ২৮টি স্টল স্থান পেয়েছে।
উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলা সদরে ধারাবাহিকভাবে চলে আসা ৭ দিনব্যাপি “উলিপুর বই মেলা”কে উৎসবমুখর করতে আয়োজক কমিটি নানারকম উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে থাকছে, বাঙালীর মুক্তি সংগ্রামের চলচিত্র প্রদর্শনী, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিন রাতের আয়োজনে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কতৃক মঞ্চত্ব নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮তম উলিপুর বই মেলায়” সঞ্চালকের দায়িত্বে ছিলেন, পরিচালনা কমিটি’র সমন্বয়কারী জিয়ন রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *