এস এম আসাদুজ্জামান,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি;
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় ঘটে ভারত বাংলাদেশের ১৬২টি ছিটমহলের। বাংলাদেশের অভন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মূলভূখন্ডে এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিট মহল ভারতের মূল ভূখন্ডে যুক্ত হয় এই দিনে। সেই ঐতিহাসিক দিনটিকে স্বরনীয় করে রাখার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলবাসী বিভিন্ন আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে ছিটমহল বিনিময়ের দু’বছর পূর্তি উদযাপন করেছে। গতকাল সোমবার ৩১ জুলাই রাত১২ টা ১ মিনিটে ছিটমহলের কামালপুর বাজারে মুক্তির দু’বছরের জন্য প্রতিক হিসেবে ২টি বড় মশাল ও ৬৮টি মোমবাতি প্রজ্জলন ও কেক কেটে কর্মসূচীর শুভ সূচনা করেন সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা খান, দাশিয়ার ছড়া ছিটমহলের সভাপতি আলতাফ হোসেন। পরে মশাল জ্বালিয়ে আলোর মিছিল বের করেন ছিটমহলবাসী। মিছিল শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এখানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহি অফিসার দেবেন্দ্র নাথ উঁরাও সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। এছাড়াও ১ আগাষ্ট সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তলোন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয় কামালপুর মইনুল হক নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সারাদিন ব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠি খেলা, হা-ডুডু, হাড়িভাঙ্গা খেলাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন উদ্যাপন কমিটি ও ছিটমহল বাসী।