মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
এ সময়ের আলোচিত মডেল এবং চিত্রনায়িকা চমক তারা। তার আরও একটা বিশেষ পরিচয়, তিনি তার খোলামেলা গানে নিত্যনতুন চমক নিয়ে হাজির হয়ে দর্শকদের মনে ঊষ্ণতা ছড়িয়ে থাকেন। নতুন বছরের প্রারম্ভেও এমনই এক চমক নিয়ে হাজির হতে চলেছেন এ চিত্রনায়িকা।

‘ঊষ্ণতা’ শিরোনামের একটি গানে সম্প্রিত মডেল হয়েছেন তিনি। চিত্রনায়ক শাহেনাশাহ’র বিপরীতে এ গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে (Chamok Tara) মুক্তি পাবে আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার)। চমক তারা তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক স্ট্যটাস দিয়ে এমনটাই জানিয়েছেন তার অগণিত দর্শক এবং শুভাকাঙ্খীদের।

বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলের (Chamok Tara) দিকেই হালের এ উঠতি সম্ভাবনাময়ী অভিনেত্রীর বেশি মনোযোগ এবং মনোনিবেশ লক্ষ্য করা যায়। গত সাত মাস পূর্বে তিনি তার ইউটিউব চ্যানেলে প্রথম ‘আসোনা আমার বুকে আসোনা’ শিরোনামের একটি গান প্রকাশ করেন। যেখানে বলিউড ধাঁচে সুইমিং কস্টিউম পরিধান করে খুবই উন্মুক্তভাবে অভিনয় করেছেন তিনি। এ গানটির ইউটিউব ভিউ এখন পর্যন্ত ৯ লাখ পেরিয়ে প্রায় ১০ লাখের কাঠগড়ায়।

পরবর্তীতে তার ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন গান প্রকাশ করা হয়। তবে সবক’টি গানেই তিনি নিজেকে প্রকাশ করেছেন একটু অন্যভাবে। সম্প্রতি, তার ইউটিব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘প্রিয় আমার’ শিরোনামের একটি গান। আর এই গানে চমক তারার বিপরীতে মডেল হয়েছেন ফাহিম। আর এই গানটিও প্রকাশের পরপরই ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই গানেও চমকতারাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখতে পেয়েছেন দর্শকরা। গানের মধ্যে উত্তাল সমুদ্রের মাঝে চমক তারা এবং ফাহিমের দু’বার ‘হট কিস সিন’ আলোচনার জন্ম দিয়েছে নতুনভাবে। এমন সাহসী দৃশ্যে অভিনয়েই হয়তো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ চিত্রনায়িকা। এদিকে, এতোকিছু নিয়ে মাথা ঘামানোর একদমই সময় নেই তার। গানের প্রয়োজনে বা অভিনয়ের তাগিদে যেকোনো বল্ড দৃশ্যে আরও খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করতে পুরোদমে প্রস্তুত তিনি।

চমক তারার ভাষ্যমতে, ‘আমাদের দেশের দর্শকরা বলিউড আঙ্গিকের গান দেখতেই বেশি অভ্যস্ত৷ কিন্তু আমরা আমাদের দেশের কোনো নায়িকা এই কাজগুলোতে অভিনয় করলেই তার পেছনে খারাপ তকমা বসিয়ে দেই। আমার কাছে যা অত্যন্ত অনুচিত এবং সবসময়ই নিচু মন-মানসিকতার পরিচয় বহন করে এমনটা মনে হয়। আর আমি আমার নামের মতো দর্শকদের হৃদয়ে এভাবেই চমক ছড়িয়ে দিতে চাই। অন্যকথায়, আমায় যে কেউ-ই তার স্বপ্নের ‘ড্রিমগার্ল’ মনে করতেই পারেন, কেননা আমার মনে হয় ‘ড্রিমগার্ল’ চাইলেও সকলেই হতে পারে না। সেদিক থেকে আমার কাছে আমাকে তো স্বার্থকই মনে হয়ে থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন