কলমেঃ সুলতানা রাজিয়া( সান্ধ্য কবি)
সারাদিনের ক্লান্তি দুর করতে
একটুখানি নীড়ের সন্ধান,
ব্যাকুলতা প্রকাশে উৎস্বর্গ করে
দিয়েছি এ জীবন।
একটুখানি নীড়ের আশ্রয় আর নিবিড়
শান্তি একান্ত কাম্য,
নীড়হীন মানুষ জানে ইহার কি মর্ম।
ছোট ছোট পিঞ্জরে আমাদের জীবন,
কাল ধরে টিকে থাকা উপমা আহরণ।
জীবনের আঘাত,বিক্ষোভ,অশান্তিতে
আশ্রয় পেতে চাই প্রকৃতির মাঝে,
কপালে মোর এই শ্যামলমায়া
পৃথিবীই শুধু আছে।
ক্লান্তির অবসান ঘটাতে; সমুদ্রের বুকে
সবুজ ঘাসে ভরা দ্বীপ,
সেখানেই জ্বালাবো আশার প্রদ্বীপ।
সেখানেই গড়িব এক মনোহর প্রতিমা,
নিবিড় সান্নিধ্য পাবার প্রকৃতিই চেতনা।
সমুদ্রে হাবুডুবু খেতে খেতে একটুখানি নীড়ের আশ্রয়,
ইহা শুধু একজন মানুষের ব্যাক্তি অনুভূতি প্রকাশ নয়।
কেউ কি তাকিয়েছেন প্রকৃতির দিকে,
যে মানুষ আপন অস্তিত্বের উজ্জ্বলতা নিয়ে আলোকিত করতে চায় বুকে !