বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঢাকা একুশে বই মেলায় ঠাকুরগাওয়ের রয়েলের লেখা বই চাহিদার শীর্ষে রয়েছে বলে জানা যায়। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে ক্যান্সার রোগে আক্রান্ত দবিরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম রয়েল। পড়ালেখার পাশাপাশি লেখার কাজ হাতে নিয়েছেন তরুণ লেখক রয়েল। এবার তিনার লেখা নতুন বই ‘ গ্রামারের এ্যান্টিবায়োটিক’র যথেষ্ট চাহিদা রয়েছে। তবে চলতি একুশে বই মেলাতে রয়েল’স ম্যাজিক মেথড’ নামক বইটি চাহিদার সাড়া জাগিয়ে চাহিদার শীর্ষে রয়েছে। দীপ্ত প্রকাশনী কর্তৃক প্রকাশিত ২০১৫ সালে ‘রয়েল’স ডিজিটাল গ্রামার ও রয়েল’স ম্যাজিক মেথড’ ও ২০১৬ সালে ‘টেনস দিয়ে ইংলিশের পোস্টমর্টেম’ নামক বইয়ের জন্য শ্রেষ্ঠ লেখকের মর্যাদায় ভূষিত হন। বইগুলো ঢাকা একুশে বইমেলা সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাগয়া করে নিয়েছে। দীপ্ত প্রকাশনীর এই তরুণ লেখক ইতিপুর্বে পর পর দুইবার শ্রেষ্ঠত্যের স্থান অধিকার করেছে। সহজ সরল গোছাল প্রাঞ্জল ভাষার বইটি সহজেই জনপ্রিয় হয়ে উঠেছে। লেখক মনিরুল ইসলাম রয়েল বলেন, আমি চেষ্টা করেছি ছাত্র-ছাত্রীরা যাতে ইংরেজী ভাষা সহজেই আয়ত্বে করতে পারে। তিনি “ইন্টারন্যাশনাল অনলাইন এডুকেশন ইন্সটিটিউট”- এ ইংরেজি বিভাগে শিক্ষকতার পাশাপাশি ইংরেজি বিষয়ে তাঁর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বইটি পড়ে সহজে ইংরেজী আয়ত্ত্বে করতে পারার জন্যই জনপ্রিয়তা বাড়ছে বলে জানান দীপ্ত প্রকাশনীর প্রকাশক স্যার রিয়াজুল ইসলাম। বইগুলো নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বলে পাঠকের মন জয় করতে পারছে।