ঢাকা অফিস
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শানীত করেছে বলেই আজও আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের চেতনার উৎসভূমি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন।’
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের পেছনে রয়েছে অধিকার হারানোর বেদনা। আর অধিকার হারানোর বেদনা থেকেই অধিকার প্রতিষ্ঠার রক্তক্ষয়ী সংগ্রাম।’
তিনি আরও বলেন, ‘আজ খালেদা জিয়াকে বন্দী করেছে। তাকে বন্দী না করলে দিনের ভোট রাতে করা যেত না। একদলীয় কতৃত্ববাদী শাসন, মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা যেত না। সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে বলেই আজ তিন বছর বেগম খালেদা জিয়া বন্দী।’
রিজভী বলেন, ‘বাহান্নর রক্তস্নাত অমর একুশে ফেব্রুয়ারির দিনটি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করে, যখন দেখি আজও রাষ্ট্র ক্ষমতায় এক দলীয় কর্তৃত্ববাদী শাসন, মাফিয়াতন্ত্রের রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে। বাহান্নর চেতনা আমাদেরকে শাণিত করেছে, ধারালো করেছে বলেই আজও আমরা দৈত্যের ন্যায় এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছি।’
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আমিনুল হক, মীর নেওয়াজ আালী নেয়াজ, শামীমুর রহমান শামীম, নাজিম উদ্দিন আলম, ইশরাক হোসেন, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।