স্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত বাশজানীর শামীম হোসেন, প্রতিটি সমাজসেবামুলক ও উন্নয়নমুলক কাজে যার পদ চারনা। আর্তমানবতার সেবামুলক কাজেও নেই সে পিছিয়ে। শামীম হোসেন মেঘনা গ্রুপ অফ ইন্ড্রাষ্টিজ লিমিটেড এর মেঘনাসিম ডিলাক্স সিমেন্ট সিনিয়র অফিসার ( সেলস এন্ড মার্কেটিং), হিসাবে দিনাজপুর জেলার বিরামপুরে কর্মরত। ৮ ডিসেম্বর রাত ৮ টার সময় ফেরার পথে বিরামপুর ঢাকা মোড়ে শামীমের চোখে পড়ল ঘুটু নামে এক প্রতিবন্ধী শীতে কাপছে। এদিকে ঘুটুর কষ্টে সেও হৃদয়ে কষ্ট অনুভব করে নিকটস্থ দোকান থেকে জুতা মোজা কিনে নিয়ে পরিয়ে দিল ঐ ঘুটুকে। এমন মানবতার সেবামুলক কাজে শামীমের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই জয় হবে মানবতার