আশানুর রহমান আশা,বেনাপোলঃ

হাড় কাঁপানো শীতেও উত্তপ্ত ভারত-চীনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা। সীমান্তে ক্রমাগত পড়ছে ড্রাগনের উষ্ণ নিঃশ্বাস। লাদাখে ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে সীমান্ত পেরিয়ে অরুণাচল প্রদেশে নির্মাণ কাজ শুরু করলো চীনা সেনাবাহিনী।

সেখানে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলা হয়েছে। এমনটিই দাবি করা হয়েছে ভারতের একটি টিভি চ্যানেলের রিপোর্টে।

জানা গেছে, ওই গ্রামে ১০১টি বাড়ি রয়েছে৷ গত বছর ১ নভেম্বর এই চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছিল। বিতর্কিত সীমান্ত পেরেয়ি ভারতের মাটিতে চীনা নির্মাণের এই ছবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ওই টিভি চ্যানেলের দাবি, ভারতীয় ভূখণ্ডে প্রায় ৪.৫ কিলোমিটার এলাকাজুড়ে এই গ্রাম গড়ে উঠেছে, যা ভারতের কাছে দুঃশ্চিন্তার বড় কারণ।

২০১৯ সালে একই জায়গার উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল ঝোপ জঙ্গলের ছবি। সেখানেই এখন গড়ে উঠেছে আস্ত একটি গ্রাম। আপার সুবানসিরি জেলায় সারি চু নদীর তীরে এই গ্রাম তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন