010550kalerkanrho_pic-1

মোঃখলিলুর রহমান
বিশেষ প্রতিনিধি: এশিয়ান বাংলা নিউজ:

রক্ত পরীক্ষাতেই বুঝতে পারবেন চিকিৎসকরা কোথায় রয়েছে টিউমার। এমনই এক ধরণের বিশেষ রক্ত পরীক্ষা উদ্ভাবন করেছেন সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।
গবেষণা করে তারা দেখেছেন, শরীরে কোনও কোষে যখন টিউমার বেড়ে ওঠে, তখন আশপাশের কোষগুলি মরতে থাকে। সেই মৃত কোষগুলির ডিএনএ রক্তে এসে মেশে। সেই ডিএনএ থেকেই বোঝা যায় টিউমারের উৎসস্থল।
বিজ্ঞানী জ্যাং–এর দাবি, রক্তে প্রবাহিত এই দুই ডিএনএ পরীক্ষা করলেই সহজেই বোঝা যায় টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে কিনা। ক্যান্সার আক্রান্ত রোগীদের রক্তের নমুনা এবং সুস্থ ব্যক্তির রক্তের নমুনা পাশাপাশি পরীক্ষা করলেই বোঝা যায় পার্থক্যটা। কাজেই আর কোটি কোটি টাকা খরচ করতে হবে না রোগীদের। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন