সোহেল রানা: কুমিল্লা প্রতিনিধি:
লকডাউন করুণা ভাইরাস ও বৃষ্টিকে অপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নামে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লা ৭ চান্দিনা উপজেলার বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি শুক্রবার বিকাল 3:30 মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতাল নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার প্রথম নামাজে জানাজা ঢাকা গুলশান আজাদ মসজিদ ঈদগা মাঠের সামনে সম্পন্ন করা হয় । চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, এলডিপির মহাসচিব ড,রেদোয়ান আহমেদ, ঢাকা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ চান্দিনা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পুলিশ সুপার উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় মরহুমের একমাত্র ছেলে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু উপস্থিত সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন তার বাবা সুদীর্ঘ রাজনীতির পথচলায় যদি কারো মনে কোন কষ্ট থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা এবং দোয়া কামনা করেন। বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান এই নেতাকে তৃতীয় চতুর্থ জানাজা শেষে চান্দিনা উপজেলার গল্লাই মুন্সিবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন