লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদের ছেলে প্রকৌশলী সাফনুর রহমান পল্লবের বিরুদ্ধে ফেসবুক পেইজে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য পরিবেশনের বিরূদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে লালপুর থানায়। লালপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট এমরান আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি জিডি হিসেবে রেকর্ড করে, তদন্তের জন্য ডিবি অফিসে প্রেরন করা হয়েছে।