মো: নাজমুল হুদা মানিক ॥
মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্রলীগ নেত্রী মনিরা সুলতানা মনি‘র পক্ষ থেকে ভালুকায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভাষা সৈনিক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তফা এম এ মতিন এর কন্যা, জাতির জনকের একনিষ্ট কর্মী সাদামনের অসাধারণ মানুষ মনিরা সুলতানা মনি জানান, একান্তই ব্যাক্তিগত উদ্যোগে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার পিতা সাবেক এমপি মোস্তফা এম এ মতিন সারা জীবন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। একজন বীরমুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকের রক্ত আমার শরীরে বইছে। মুজিব আদর্শে মানুষের সেবা করাই আমার পরম ধর্ম। যতদিন বেঁচে আছি মানুষের সেবা করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *