এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের ঐতিহাসিক পরিত্যক্ত এম.টি হোসেন ইনস্টিটিউটে মাঠে ‘লালমনি লোকজ উৎসব’ নামে ৩দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। অনুষ্ঠান উদ্বোধনের কথা ছিল বৃহস্পতিবার (২মার্চ) বিকাল ৫টায়। এদিকে এমপিকে খুশি করতে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৩জন শিক্ষার্থীকে দুপুর থেকে অনুষ্ঠান মাঠে নিয়ে দাঁড় করে রাখা হয়। করা হয় গানের অনুশীলন। কিন্তু প্রায় সন্ধ্যা নেমে এলেও শিক্ষার্থীদের কিছু খেতে না দেয়া হয়নি। এছাড়া বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০মিনিট পর্যন্ত টানা প্রায় আড়াইঘন্টা দাঁড়িয়ে থাকায় অসুস্থ্যবোধ করেন শিক্ষার্থীরা। এনিয়ে অভিভাবকদের মধ্যে নানা সমালোচনা শুরু হয়। তবে জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, অনুষ্ঠানে বিকেলে লোকজন না থাকায় তিনি তখন না গিয়ে সন্ধ্যায় আসেন।
অবশেষ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আয়োজিত এম.টি হোসেন ইনস্টিটিউটে মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি জিএম কাদের এমপি আসেন। পরে স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে মোমবাতি প্রজ্জ্বলন করে ‘লালমনি লোকজ উৎসব’ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান, দুপুর থেকে ‘লালমনি লোকজ উৎসব’ লোক সমাগম বাড়তে থাকে। শিক্ষার্থীদের ওই মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখায় অনেকেই অসুস্থ্যবোধ করেন।
এসময় স্নিগ্ধা, আয়শা সিদ্দিকসহ অনেক শিক্ষার্থীরা জানান, শিক্ষকের নির্দেশে তারা এ অনুষ্ঠানে এসেছেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি বলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা আরও বলেন, মোমবাতি প্রজ্জ্বলন শেষে পৌর মেয়র রেজাউল করিম স্বপন শিক্ষার্থীদের জন্য মিষ্টি বরাদ্দ দেন। সেই বরাদ্দের টাকায় তাদের মিষ্টি বিতরণ করা হয়েছে।
এসময় কয়েকজন শিক্ষার্থী বলেন, গুরুজনদের সম্মানে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলাম। মাথা ঘোরানোসহ অসুস্থ বোধ করলেও কোনো উপায় ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, ‘বিকাল ৫টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন। এরপর প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের খুব খারাপ লেগেছে’। লালমনি লোকজ উৎসব কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল কবির বলেন, বিকেল ৫টায় জিএম কাদের আসার কথা ছিল। তিনি খবর নিয়ে যখন জানতে পারেন যে, উৎসবে লোকজন নেই। তখন তিনি দেরিতে আসেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, জিএম কাদের স্যার বিকেল ৩টায় লালমনিরহাট সার্কিট হাউজে এসেছেন। পরে বিকেল ৫টায় লালমনি লোকজ উৎসবে আসার কথা থাকলেও তিনি খোঁজ-খবর নিয়েছেন এখানে লোকজন নেই। পরে সন্ধ্যা ৭টার পর অনুষ্ঠানে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন