কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক যুবক আহত হয়েছে। আহত যুবক নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালারচর গ্রামের আব্দুল রহিমের ছেলে মোতালেব হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, শনিবার (১লা জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে একদল গরু চোরাকারী কালার চর সীমান্তের আন্তজার্তিক সীমানার মেইন পিলার ১০৩৯ এর ৯এস’র নিকট দিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে মন্ত্রির চর এলাকায় কাঁটাতারের কাছে যায়। এসময় ভারতের ৪১ বিএসএফ এর আসাম রাজ্যের মসলাবাড়ী ক্যাম্পের টহলদল টের পেয়ে তাদেরকে লক্ষ করে রাবার বুলেট ছোড়ে। এক রাউন্ড রাবার বুলেট মোতালেবের শরীরে বিদ্ধ হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে গোপনে চিকিৎসার উদ্দেশ্যে
নিয়ে যায়।
৫নং ওয়ার্ডের মেম্বার শাহাদৎ হোসেন জানান, বিএসএফ’র ছোড়া রাবার বুলেট মোতালেবের ডান পাজরের নিচে বিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছে পরিবারের লোকজন। সে বেঁচে আছে কিনা মরে গেছে জানতে পারি নাই।
ইউনিয়নটির নবনির্বচিত চেয়াম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সীমান্তে গুলির ঘটনায় মোতালেব নামের একজন আহত হয়েছে জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম না রংপুরে নেয়া হয়েছে তা নিশ্চিত হতে পারি নাই।
সীমান্তে এক রাউন্ড গুলি হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে কুড়িগ্রাম -২২ বিজিবি’র অধিন নারায়ণপুর বিওপি।
কুড়িগ্রাম- ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, বিষয়টি লোক মারফত জানার পর বিজিবি সদস্যরা মোতালেবের বাড়িতে খোজঁখবর নিতে গেলে তার মা ঘটনা অস্বীকার করেন। অপরদিকে বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে কোনকিছু জানাননো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন