স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় চলতি বছর ১৩টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এসব দুর্গা মন্দিরগুলো হচ্ছে বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজার সার্বজনীন দুর্গা মন্দির,কুমারপাড়া সার্বজনীণ দুর্গা মন্দির,সেনপাড়া সার্বজনীন দুর্গা মন্দির,শ্রী কৃষ্ণগীর সন্ন্যাসীর স্মৃতিবিজরিত মাদারগঞ্জ বাজার সার্বজনীন দুর্গা মন্দির,পাটুনীপাড়া সার্বজনীণ দুর্গা মন্দির,কেদার ইউনিয়নের সুবলপাড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির,নয়ানাটারী জেলে পাড়া সার্বজনীন দুর্গা মন্দির,ঢলুয়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,কচাকাটা বাজার সার্বজনীন দুর্গা মন্দির,সাত আনা সার্বজনীন দুর্গা মন্দির ,বলদিয়া ইউনিয়নের মিলনী বাজার নমদাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির,জনতাবাজার পালপাড়া দুর্গা মন্দির ও কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট সার্বজনীন দুর্গা মন্দির।তারা আরও জানান কচাকাটা থানা এলাকায় আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন বা চাদা দাবীর কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চত করেছেন বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দীলিপ চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার মজুমদার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন অন্যান্য বছরের মত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলে পুজা উদযাপনে কোন প্রকার বাধা বিঘ্ন ঘটবে না বলেও মনে করছেন তারা। তবে চলতি বছর কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী সনাতন ধর্মীয় শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে সমপন্ন করতে প্রতিটি পুজামন্ডপে হিন্দু নেতাদের সাথে স্বাক্ষাত ও টহল জোরদার অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন