মোঃ নুরনবী সরকার,স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলা (কচাকাটায়) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি(ম্যুরাল) উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।(১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে(১৪ই আগষ্ট )কচাকাটা থানা স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুরে কচাকাটা কলেজ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী -ভুরুঙ্গামারী ও কচাকাটা সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন স‌ওদাগর‌,ম্যুরাল উদ্বোধনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংসদ সদস্য ছাড়াও উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায়, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল সরকার,কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী অখেন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, কচাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, বল্লভেরখাষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আতাউর রহমানসহ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন (১৫ই আগষ্ট) মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবস পালন করে শ্রদ্ধা নিবেদন করেন,কচাকাটা থানার আওতাধীন সকল ইউনিয়ন আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি ও বেসরকারি অফিস কর্মকর্তা, কচাকাটা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ এবং দেশপ্রেমিক নাগরিক। এসময় কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় এর উপস্থিতিতে এবং কচাকাটা কলেজের প্রভাষক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম মিয়ার মাধ্যমে ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন