কচাকাটা অফিস,এশিয়ান বাংলা নিউজঃ
কচাকাটায় প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত। থানায় মামলা হলেও আসামীদর গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ
জানাগেছে,কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কালীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর মৌজার কুমেদপুর গ্রামের মৃত সোনাউল্লাহ সেখের পুত্র দিনমজুর জাহার আলীর সাথে একই গ্রামের মৃত মছু সেখের পুত্র হুরমুজ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে এবং আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত সোমবার সকাল ১০ টায় জাহার আলী সহ কয়েকজন অন্যত্র বর্গা জমিতে কাজ করার সময় হুরমুজ আলীও তার সন্ত্রাসী প্রকৃতির লোকজন লাঠি সোঠা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালালে জাহার আলী(৫৫),শহরউল্লাহ(৪৫)ফজলুল হক(৪০),ফজল হকের স্ত্রী ভানু বেগম(৩২),ইব্রাহীম আলীর স্ত্রী ফরিদা বেগম(২২)ও শুক্কুর আলীর স্ত্রী রাশেদা বেগম মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে এ ভর্তি করায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে শুক্কুর আলী বাদী হয়ে হুরমুজ আলী সহ ২০ জনের নামে কচাকাটা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ০২ তারিখ ৭.৩.১৭। এদিকে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। কচাকাটা থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জানায় আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।