স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদে প্রতিবছরের ন্যায় হিন্দুধর্মাবলম্বীদের পুন্য অষ্টমী স্নান ও গঙ্গাপুজা অনুষ্ঠিত হয়। বুধবার ভোর থেকে এ স্নান উৎসব শুরু হয়। পিতা-মাতাসহ পুর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় কচাকাটা থানার মাদারগঞ্জ মাঝিপাড়া ঘাট থেকে কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদের ঘাট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার ব্যাপী এলাকায় স্নানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী প্রায় পাঁচ হাজার নারী ও পুরুষ। তবে এবারে পুণ্য স্নান বুধবার হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা।অষ্টমী স্নান ও গঙ্গাপুজায় কচাকাটা,ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী থানার প্রায় ১৫ টি ইউনিয়নের সনাতন ধর্মের পুন্যার্থী নরনারীরা অংশ নেয়।
স্নান উৎসব নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী লেট্রিনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্ল তিথি অনুযায়ী বুধবার ভোর ৪টা থেকে ৫টা ৩০মিনিট পর্যন্ত দেড় ঘন্টা স্নানের উত্তম সময়। আর উত্তম লগ্ন সকাল ৯টা ৯মিনিট ২৩ সেকেন্ড থেকে শুরু হয়ে রাত ৯টা ৯মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত।
সনাতন ধর্মমতে পিতৃ আজ্ঞা পালন করতে মাকে হত্যার পর পরশুরাম বিভিন্ন তীর্থ ভ্রমনের পর ব্রহ্মপুত্রের ত্রিধারায় গোসল করে মাকে হত্যার পাপ মোচন করেছিলেন। সেই থেকে পরশুরামকে অনুসরন করে পাপ মোচনের জন্য বছরের নিদিষ্ট দিনে এখানে স্নান করেন তারা। ব্রহ্মপুত্র অষ্টমী স্নান ও গঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল বিশ্বাস,সহ: সভাপতি শ্যামল কুমার,কোষাধ্যক্ষ সন্তোষ কুমার ও সম্পাদক দীলিপ কর্মকার জানান কচাকাটা থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্নান ও গঙ্গাপূজা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা জানান অষ্টমী স্নান আরম্ভ হওয়া থেকে দুপুরে সমাপ্তি পর্যন্ত ৩ জন এসআইসহ পুলিশের টহলটীম স্নান উৎসবে আসা সকল পুন্যার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করেছেন।অষ্টমী স্নান ও গঙ্গা পুজায় বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা মৃত পিতৃমাতৃ এবং আত্মীয়স্বজনদের স্বর্গালোকে গমনে ব্রাহ্মণকে দিয়ে পিন্ডদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *