ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল তিনটায় উপজেলার কচাকাটা থানায় ৩শ দুস্থ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ
মহিবুল ইসলাম খান বিপিএম,ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী, কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ প্রমূখ। কচাকাটা থানার বল্লভের খাষ নদী ভাঙ্গন কবলিত জেলেপাড়া, কেদার ইউনিয়নের বিঞ্চুপুর জেলেপাড়া, কচাকাটার জেলেপাড়া, সুবলপাড়ের হরিজন সম্প্রাদয়সহ দুস্থ শীতার্ত মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এ স্লোগানকে সামনে রেখে পুলিশ সদস্যদের একদিনের বেতনের টাকা অনুদানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেয় কুড়িগ্রামের পুলিশ সুপার। এ কার্যক্রম জেলার প্রতিটি থানায় পরিচালনা করা হবে বলে জানায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ।