নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
পুলিশ জানায়,মঙ্গলবার সকালে কচাকাটা ইউনিয়নের সরকারটারী গ্রামের একটি ডোবায় নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এসময় এলাকাবাসী কুমারী মাতার এ্যাবারশনের প্রমান পায় এবং কচাকাটার জননী ডায়াগনিষ্টিক সেন্টার ও ক্লিনিকের মালিক শহিদুল ইসলাম ও কুমারী মাতার ফুপা ফরিদুল ইসলামকে আটক করে রাখে।
এর আগে কুমারী মাতা অনত্র সটকে পড়ে। পরে স্থানীয়রা কচাকাটা থানায় খবর দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে ৭ মাসের ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শহিদুলইসলাম ও ফরিদুলকে আটক করে।
শহিদুল ইসলাম কচাকাটা ইউনিয়নের সরকারটারী গ্রামের অছিয়ত আলীর ছেলে এবং ফরিদুল বল্লভেরখাস ইউনিয়নের চর রহমানের কুটি গ্রামের মালেক শিকদারের ছেলে।
ওই কুমারী মাতা একই থানার বলদিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের নজরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ জননী ডায়াগনিষ্টিক সেন্টার ও ক্লিনিকের মালিক শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিজবাড়িতে অবৈধ গর্ভপাতের বাণিজ্য করে আসছে। শহিদুলের কোন ডাক্তারী সনদ নেই। সে কচাকাটায় জননী ডায়াগনিষ্টিক সেন্টার খুলে অবৈধভাবে ক্লিনিকেরও ব্যবসা চালান।
কচাকাটা থানার ওসি ফারুক খলিল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।