নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরীর কচাকাটায় কচাকাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লীদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদটি বহুতলে (তিন তলা) রুপান্তরের লক্ষ্যে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার শতশত মুসল্লীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে মসজিদটি পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম -১ আসনের মাননীয় সাংসদ আসলাম হোসেন সওদাগর। এর আগে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংক্রান্ত এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, গোলের হাট ফাজিল (বিএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হানিফ উদ্দিন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ম পরিচালক নুর ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ফরহাদ হোসেন ধলু সওদাগর, নাগেশ্বরী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ,কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান,প্রভাষক আতাউর রহমান,কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর, কচাকাটা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুজ্জামান লাভলু,কেদার ইউপির সাবেক চেয়ারম্যান আজিজার রহমান,আখম ওয়াহিদুল কবীর রাশেদ,ডাঃ আনছার আলী,রুহুল আমিন,রিয়াজুল ইসলাম,আনিসুর রহমান তোলা ব্যাপারী ও নূর আলম প্রমূখ।