নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় এলাকায় ভারত থেকে আসা সংকোষ নদী পার হতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্য ব্যক্তির নাম আজাত হোসেন (৪০)। সে উপজেলার কেদার ইউনিয়নের শোভারকুটি গ্রামের মৃত্যু আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আজাদ হোসেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সংকোষ নদীর ওপারে চরে গরু বাঁধতে যান। গরু বেঁধে ওই নদী সাতরিয়ে বাড়ি ফেরার সময় স্রোতের টানে পানিতে ডুবে যান। পরে বিকালে স্থানীয় ও পরিবারের লোকজন পানি থেকে তার লাশ উদ্ধার করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।