কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কচাকাটায় বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী জানায় ১ জুন সকাল সাড়ে ৭ টার সময় কচাকাটা থানার ধনীরামপুর গ্রামে বেলাল হোসেনের কন্যা শিশু বিপাসা খাতুন(১ বছর ২ মাস) পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে মৃত্যুবরণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজার পর ডোবার তার লাশ পেয়ে কচাকাটা থানা পুলিশকে জানায়। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি প্রদান করে। কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।