মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের কষ্ট লাঘবে ‘স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, ইউথ ফাউন্ডেশন, আল এহসান নাগরিক সেবা সংস্থা, নিমতলা একতা ফাউন্ডেশন ও শিক্ষক সমিতি সিরাজদিখান’ নামে পাঁচটি সামাজিক সংগঠন গত ২৭ ও ২৮ জুলাই কুড়িগ্রামের কচাকাটার বন্যা দূর্গত নদী এলাকায় ক্ষতিগ্রস্থ বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কচাকাটার ফান্দেরচর, কালার চর, কুমার পাড়া, পাটনী পাড়া, কাইয়ার চর, পশ্চিম বালারহাট সহ বেশ কিছু স্থানের পানিবন্দি ৩২০ অসহায় পরিবারকে চাল, ডাল, চিরা, মুড়ি, চিনি, আলু, স্যালাইন, ঔষধ, গ্যাস লাইট ও নগদ টাকা বিতরন করা হয়। প্রতিটি সংগঠনের পক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে মোট ৭ জন এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকলের সহযোগিতায় তিন শতাধিক মানুষের হাতে ত্রান পৌঁছে দিয়েছে ‘স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, ইউথ ফাউন্ডেশন, আল এহসান নাগরিক সেবা সংস্থা, নিমতলা একতা ফাউন্ডেশন ও শিক্ষক সমিতি সিরাজদিখান”। স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর রহমান উজ্জল বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। অনেকের কাছেই আমাদের হাত পেতে চাইতে হয়েছে, নিজের জন্য নয়, মানবতার জন্য। আল্লাহর অশেষ রহমতে অনেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা যেন তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামর্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন। ত্রান কার্যক্রমে উপস্থিত ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মমিনুল ইসলাম মমিন, কচাকাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, সাংবাদিক মনিরুল ইসলাম মিলন, সাংবাদিক নুর-ই আলম সিদ্দিক, মুন্সিগঞ্জ থেকে আগত মাহমুদুর রহমান উজ্জল, সাইফুল ইসলাম, বায়েজিদ খান, সেলিম সালমান, আক্তারুজ্জামান, মায়েন উদ্দিন, আমীন জান্নাত।