স্টাফ রিপোর্টারঃ
কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টায় থানার কেদার ইউপির ঢলুয়াবাড়ি (হাপাটারী) গ্রামে ঘরের মেইন সুইচ বন্ধ না করে ঘরের বাইরে বাতির তার বের করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের রাশিদুল ইসলাম (২০)। সে ঐ গ্রামের আবুল কাশেমের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির মেইন সুইচ থেকে আঙিনার বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎ থাকা অবস্থায় মেইন বোর্ড থেকে তার বের করে মু্খ দিয়ে তারের আবরণ ছিড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।