রফিকুল ইসলাম, এশিয়ান বাংলা নিউজ ॥
গত ১২ মার্চ রবিবার কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ২৮৪ জন সুবিধাভোগীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আকমল হোসেন। চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মালেক সহ সকল ওয়ার্ড সদস্য/সদস্যা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। উপকারভোগীরা জানান তারা সঠিক ওজনে চাল পেয়েছেন এবং কেউ হয়রানীর শিকার হয়নাই।