কচাকাটা প্রতিনিধি
কচাকাটায় ভারতীয় ২২ বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গত ১৮ ফেব্রুয়ারী রাত ১২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা শিবেরহাট ঈদগাঁহ মাঠের সামনে ওৎপেতে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ঢলুয়াবাড়ীর সাহেবের খাস গ্রামের চোরাকারবারী আব্দুস সোবহানের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।রাশেদুল দীর্ঘদিন থেকে ভারত থেকে মদ,ফেন্সীডিল,ইয়াবাসহ বিভিন্ন মাদক এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা জানান কচাকাটা থানার মামলা নং ৮ তাং ১৮/২/২৩ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনী ২৪(ক) রজ্জু করে গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।