স্টাফ রিপোর্টার: বিভাগীয় নগরী ময়মনসিংহে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ১৫-০৪-২০২৩ শনিবার সকাল ১১টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে জ্বালানি রুপান্তর ও বৈদ্যুতের যৌক্তিক মূল্যহার এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. এম এ কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ।
ক্যাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় ভিডিও ইনফোগ্রাফির মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব রিসার্চ টিম এর কো-অর্ডিনেটর প্রকৌশলী এম এ এম গোলাম কিবরিয়া (শুভ কিবরিয়া)।

ক্যাব কর্তৃক আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও বিদ্যুতের যৌক্তিক মূল্যাহার বিষয়ক মতবিনিময় সভায় জেলা ক্যাব নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, নারী প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রনিক -প্রিন্ট-অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্টোকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
ক্যাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন নারী নেত্রী শাহনাজ, কৃষিবিদ সাকিন মোহাম্মদ শহীদুল্লাহ , আনিসুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা, ক্যাব সহ-সভাপতি এড. আব্দুল মোতালেব লাল সহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ।
ক্যাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত স্টেকহোল্ডারবৃন্দ অত্যন্ত সময়োপযোগী এই মতবিনিময় সভার ভূয়সী প্রশংসা করেন এবং ভোক্তা স্বার্থরক্ষায় ক্যাবের অসামান্য ভূমিকা অব্যাহত রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *