কবিতা-
অধরা স্বপন
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়,
নীহারিকা,কোলকাতা, ভারত।
তারিখ :- ১০/০৯/২০২২
তাকিয়ে দেখি সলমাজুরি নীরব পৃথিবীতে,
বিনিদ্র কোনো রাতে।
ঝিঁঝিঁ ডাকা শিশির মাখা- রুপোলি জোছনাতে।
চাঁদ আসে তার পথটি ধরে প্রহর বাড়ে রাতের ঘরে,
ঢং ঢং ঘন্টা সময় বকে দূরের গির্জা হতে।
তাকিয়ে দেখি সলমাজুরি নীরব পৃথিবীতে,
ভাবনাগুলো শয্যা পাতে ঠাঁই নিয়ে সব অন্তরেতে –
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো ঝাপসা ছিলো,
স্পষ্ট হলো ঝড় বয়ে যায় স্মৃতি জুড়ে
হারিয়ে যায় সুখের ঝাঁপি, করুণ কাহিনীতে।
তাকিয়ে দেখি সলমাজুরি নীরব পৃথিবীতে,
না ছোঁয়া সব আশার ঝুলি সার দিয়ে দিয়ে সাজিয়ে ফেলি,
যাদের আশা গিয়েছি ভুলে- ছুঁড়ে ফেলি সব অবহেলে,
যা কিছু ভুলতে নারি-
মোচড় দিয়ে ফাটল ধরায় বুকের খাঁচাটিতে।।
==-============