কবিতা-
“অবহেলিত”
কলমেঃ নওরীন বিশ্বাস
ডোমকল,মুর্শিদাবাদ,ভারত।
ধরনীর বুকে কত বিচিত্র প্রাণী,
কথার ছন্দে আচরণের বহিঃপ্রকাশে,
সূচিত হয় কত যে গ্লানি।
মানবচিত্রে কারো জন্য রচিত হয়,
অমরত্বের সুভাষে পুষ্পিত বাণী।
আবার কারো জন্য অবহেলিত নামে,
হৃদয়ে রক্তক্ষরণে শুরু হয় সুনামী।
কেউ ভাবে না কি যে হবে,
তবুও উচ্চারিত বর্ণমালায়
হৃদয় পুড়ে গিয়ে যে,
ক্ষত ছাড়া হয় জ্বালা।
কষ্ট তো তখন বেড়ে যায়,
অপ্রত্যাশিত শব্দচয়নে উচ্চারিত
প্রিয়জনের বাণী।
বুঝে না মনের অজান্তে,
হৃদয় করে ক্ষত- বিক্ষত।
কথার ছন্দে নিজেকে সে
ধরে নেয় অবহেলিত জীবনী।
তবুও মানব স্বপ্ন দেখে
দেখে সে রঙিন দিন।
আশায় যে বেঁচে থাকে
মুছে যাবে একদিন অবজ্ঞার অবসান।