এইচ, এম আনোয়ার
”””””””””””””””””””””””””””””””””””

লোভাতুর আমিও কম কিসে?
মেডিকেলের পাঠ চুখতেই বুঝি-
কাঁড়ি কাঁড়ি কড়ি চাই আমার!
ইচ্ছের দানব বাঁধে বাসা মনে।

আরও চাই শিখরে উঠার সিঁড়ি
ভগ্ন মনে নগ্ন দেহ বিকিয়ে তবু;
নিউজ পাড়ায় বেশ কামাতে নাম-
নিজেই হলাম নিউজের শিরোনাম;

মিথ্যে শপথে উজাড় দেহে বাড়ে
লোভের ফসল পাপ ছোঁয়া এক ভ্রুণ;
প্রলোভনে খালাস জঠর অতিথি-
পিলের নিকষ নির্যাস অত্যাচারে!

অথচ অভিযোগ ফাইল বন্দী কেবল
সন্ধির মহাশক্তির নাগ পাশায়!
তোমার অঙ্গুলি হেলনে দরবারে-
নিঃস্ব আমি অকূল পাথার পাড়ে!

শিকল বন্দী বিচারের মাঠে-
পরাজিত আমি নীহারিকা আজ;
বিচারের ফাঁক ফসকে তুমিই
আগাম নিলে দাপুটে জামিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *