আগুন
কলমে-এম.আর.মনজু
আগুন-আগুন-আগুন-
আমজনতা বাজার হতে ভাগুন,
সব জিনিস এর দাম বেড়েছে
মধ্যবিত্তের সব কেড়েছে।
ধনীরা আজ মুচকি হাসে
গরীবরা হাত পেতে কাশে,
মধ্যবিত্তের মনে জ্বলে
অবিরত আগুন
বাজার হতে ভাগুন।
পাগলা ঘোড়া পাগলা বাজার
থামান বড়োই দায়
মধ্যবিত্তের কঠিন সময়
যায় পেরিয়ে হায়!