কবিতা-
আমাকে ডাকে
কবি-সাফিমুল হুদা মৌমিক
আবারও যেতে ইচ্ছে করে
নীল সাগরের ওই তীরে,
যেখানে খুঁজে পাই আমাকে-
সুন্দর কিছু মানুষের ভীরে।
যেথায় গানেট কিংবা মুরে
পাখিগুলি দল বেঁধে উড়ে-
নয়ন জুড়ায় দেখলেই যেন-
আকাশে উড়তে ইচ্ছে করে।
সাগরের বাতাসে তৃপ্তির নিশ্বাস
জলে নামলেই বুকে উল্লাস,
সৈকতে বাউলের দোতরার গান
বেঁচে থাকতে বাড়ায় বিশ্বাস।
হৃদয় দর্পণে শৈশবের ছবি
মিশে যেন হয়েছিল একাকার,
স্নিগ্ধ বাতাসে সজীব নিশ্বাস
জানিনা কবে আসবো আবার?
সাগরের ঢে্উ, প্রেম, প্রকৃতি
স্মৃতিতে অনেকটাই হারিয়ে যাওয়া,
হৃদয় টানে সাগর পানে-
আমাকে ডাকে নীরব মায়া।
========