কবিতা :- আমি জানি
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
তারিখ:- ২২/০৩/২০২৩
নীহারিকা, কোলকাতা, ভারত।
অনেকখানি দূর থেকেও
তোমার টোল খাওয়া গাল স্পষ্ট দেখতে পাই,
আলতো হাসির বন্যা দেখি।
গুনগুন গান শুনতে পাই, ‘কী মায়ায়—-‘
আরো কত কি।
আড়নয়নের চাহনি দেখে
গাল টিপে আদর করার ইচ্ছে জাগে।
ভালোবাসি, তা তুমি জানো,
উপেক্ষার ইচ্ছেগুলো সুড়সুড়ি দেয় তোমার মনে, সেটাও বুঝি।
সকালে কফির কাপে, নয়তো বনসাই এর টবে,
দৈনিক সংবাদপত্রের পাতায়
অজান্তেই কখন ঢুকে পড়ি —
চশমার কাঁচে আমাকে দেখেই তোমার ভ্রু কুঁচকায়,
তুমি ও তোমার অনিন্দ্য আমারই আলোচনায় তাচ্ছিল্যের অট্টহাসিতে
বসার ঘরে দেয়ালের ছবি কাঁপাও –
আমি জানি।
তোমাদের হাসির খোরাক
আমার বিষণ্ন মুখটায়, আমি জানি
কিন্তু আমি হতাশ নই,
এবং অপমানিত বোধ করিনা।
বসে বসে হাসি, প্রচ্ছন্ন গর্বের হাসি।
কারণ, আমি জয়ী
তোমাদের মাঝে এখন আমার অস্তিত্ব
যথেষ্ট উজ্জ্বল।
এবং হবে উজ্জ্বলতর….।।