দেখেছেন: ৩২১ ঈদ-ই-মিলাদ-উন-নবী।(দঃ) কলমে-আইরিন সুলতানা লিপি। মা, আমিনা’র যঠোর ছিঁড়ে ধরায় এলো নবী, নবীর নূরে ঝলমল করে জাগে সোনার রবি। দ্বীন দুনিয়ার তরী বাইতে নবীকে মোর পাঠালো, দশদিকেতে আলো করে নূরের জ্যোতি চমকালো। রবিউল মাসের বারো তারিখ সোমবারের সেই দিনে, সৃষ্টি জগৎ আঁধার থাকতো নূরের নবী বিনে। ভবের মাঝে এলো নবী পিতৃহারা হয়ে, তামাম মাখলুকাতা দেয় সালাম কলেমার সুর লয়ে। পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে নবী জন্মান কুরাইশ বংশে, তখন মানুষ ডুবে ছিলো অন্ধকারের ধ্বংসে। আরশ কোরশ বিশ্ব ভূবন গড়িলেন মোর আল্লাহ, কোনো কিছু হতোনা সৃষ্টি যদি না হত সাল্লাল্লাহ। নবীর তরে করলেন সৃষ্টি এইনা ধরার রথে, দ্বীনের পথে চলবো সবাই নবীর দেখা পথে । উম্মতের লাগি কাঁদেন নবী সেজদায় পড়ে লুটে, তরাইবেন উম্মতেরে তরী শপথ নাহি টুটে। নবীর সুন্নাহ কায়েম করবো ঈমানের সহিত চলবো, হাদিস কোরান শিক্ষা নিবো কালিমা মুখে বলবো। নবীদের নবী মহানবী আল্লাহর পেয়ারা নবী মাখলুকাতে গড়িলেন যে ধ্যানে নবীর ছবি। প্রাণের নবীর ঐক্য গড়ি মুসলিম বিশ্বের ছবি, ঈমানের সহিত পালন করি পবিত্র ঈদ-ই- মিলাদ-উন-নবী। Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window) Post navigation কবিতা-* রত্নগর্ভা * কবিতা-বেজন্মা