কবিতা: ওদের চেনা দায়
                   কলমে—জি এম রুহুল আমিন
যে যায় লঙ্কায় সে-ই হয় রাবন
প্রবাদ বাক্যে শুনি,
কে এল কে গেল কী আসে যায়
কখনও না গুনি।
ফুলের মতো নিষ্পাপ চরিত্র যার
সুযোগ পেলে হায়!
রাক্ষসের মতন গোগ্রাসে গেলে
দেশটা লুটে খায়।
পূজিবাদী গণতন্ত্র সদ্ব্যবহার ক’রে
ওরা বিত্তশালী,
উর্বশীদের কোলে মাথা রেখে ঘুমায়
রাতের বনমালী।
সৃষ্টির সেরা বলে বড়াই করে ওরা
লজ্জা শরম নাই,
নামাবলী উত্তরীয় গায়ে প’রে সাধু
সাজে হামেশাই।
লুটেরা গডফাদার, মর্ত্যের ভগবান
সন্ত্রাসের হোতা,
সিন্দুক-ভর্তি টাকা, ঢের সোনাদানা
মাটির গর্তে পোতা।
বেদ-গীতা-রামায়ণ বগলদাবা ক’রে
ধর্ম বেচে খায়,
হরে কৃষ্ণ হরে রাম যতই বলুক মুখে
ওদের চেনা দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *