কবিতা-
**কল্পনার তুমি**
______________ইসমত আরা
লিখি না অনেক দিন! নিজের
সাথে বোঝা পড়া। লিখতে গেলেই
তোমার অধিকারটা অগ্রাধিকার
পায়। ভ্রু কুঞ্চিত হয়ে কপালে বিন্দু
বিন্দু ঘাম জমে।
ঘোমট আবহাওয়া চুপচাপ আকাশ
একাকিত্বের তুমুল বিক্ষোভ!!
জীবন এখন জলছবির মতোই ঝাপসা!
হৃদয়ের অন্তকোনে তোমার মুখখানি
ভেসে উঠে, তবু ও হেঁটে চলেছি
সামনের অদেখা পথে একাই। চাঁদের
থেকে ও তোমার দূরত্ব মনে হয় অনেক!
এই ব্যবধানের দেয়াল ভেঙ্গে
তুমি আসতে পারো না কিছুতেই। জানি
এই অদৃশ্য দেয়াল ভাঙ্গার সাধ্য
কারোরই নেই!!_________
জীবন বহমান নদীর আর একটি নাম,
তুমি বয়ে চলো। আমি না হয় খড়-কুটো
আগলে ভয়ংকর আগ্রাসী ঝড়ের
মোকাবেলা করবো?
আপোষ??
সে না হয় করে নিবো নিজের সাথে!!
অভিযোগ?
অভিযোগ-অনুযোগ নেই কোন।
বাস্তব এবং কল্পনার মাঝামাঝি সেই
তুমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে থাকো জীবনের
প্রতিটি পদক্ষেপে।