এইচ, এম আনোয়ার
*****************

কোটের পকেটে আলপিনে গাঁথা-
ক্ষমতার প্রতিচ্ছবির একক চিহ্ন;
জেঁকেছে পাহাড় প্রতিসম ধুরন্ধর-
দাবার ছকে অনড় কিস্তি!

শকট দাপট হাতের মুঠোয়
আঁখের গোছার পুরোনো ফন্দি;
ছেঁয়ে গেছে দোপেয়ের দল-
মিথ্যের গহীন বনে বনে!

সত্যের কালিপদ নির্বাসনে আজ
তবু খই ফুটে মুখে মুখে-
অসাম্প্রদায়িক কিস্তির বৈঠা চালাই
নিপুণ হাতের বিষবাষ্পে!

ছাঁকনিতে জমা প্রেতাত্মারা আজ
কুলুপ আঁটানো মাঝি মাল্লা;
স্নোগানে অথচ মেকি চিৎকারে-
খোঁজে নাপাকের পাক পথ্য!

তবুও খুঁজি আলোর নিশান
পালতোলা ডিঙির গহীন কোনে-
গুপ্ত ধনের সুপ্ত এ পথে-
স্লোগান ভাড়ে অংশ নিয়ে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *